ফেনীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ: ১৫ হাজার টাকা জরিমানা
আপডেট সময়:
বুধবার, ৯ মার্চ, ২০২২
৩৩
দেখেছেন
জহিরুল হক মিলন: প্রায় ৩০০ লিটার (১ লিটারের পলি) ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে বুধবার দুপুরে ফেনীর পরশুরাম বাজারে অবস্থিত বিসমিল্লাহ স্টোরকে পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দোকানী সেগুলো ক্রয়ের ভাউচার দেখিয়েছেন কিন্তু ভাউচারে কোন তারিখ দেওয়া নেই যা এক ধরনের প্রতারণা কারণ ঐ পরিমাণ তেল তার কবে কেনা সেটি তারা উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি এবং তিনি তেল দোকানে নগণ্য পরিমাণ রেখে বাকিগুলো গুদামে মজুদ রেখেছেন।
এছাড়াও রুবেল স্টোর কে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকটি গ্যাস সিলিন্ডারের দোকান তদারকি করা হয়।
অভিযান পরিচালনা করেন ফেনী ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা। এ সময় সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আব্দুল গাফফার এবং পরশুরাম থানার একটি টিম।
Leave a Reply