আজাদ ভূ্ঁইয়া, স্টাফ রিপোর্টার : নোয়াখালীতে জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার সকাল ১০টায় জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালিত হয়েছে। নোয়াখালী জেলা, শহর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মাইজদী পৌর বাজারের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বড় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সদর উপজেলা আহ্বায়ক জামালুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতাসীনদের ভয়াবহ লুটপাটের ফলে বাজারে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। সাধারণ মানুষের আয়ের দ্বিগুণ তিন গুণ খরচ গুনতে হচ্ছে। তাই মানুষ এখন দিশেহারা। সরকারের হাতে আজ সব কিছু জিম্মি হয়ে আছে। সরকারের পতন ছাড়া এসব কিছুই ঠিক হবেনা। তাই গন আন্দোলনের মাধ্যমে মীড নাইট এর এ ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটাতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
Leave a Reply