ফেনীতে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক ২ দিনের কর্মশালা উদ্বোধন
আপডেট সময়:
বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
১৬
দেখেছেন
জহিরুল হক মিলন: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) আয়োজিত ফেনী জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩০ জন গণমাধ্যমকর্মীদের নিয়ে P4D (Platforms for Dialogue) প্রকল্পের আওতায় ২ দিনব্যাপি “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক অনলাইন কর্মশালা বৃহস্পতিবার (১০ মার্চ) শুরু হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম, সভাপতিত্ব করেন এনআইএমসি’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম, এনডিসি ।
এ সময় উপস্থিত ছিলেন এনআইএমসির পরিচালক এ.কে.এম আজিজুল হক, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, P4D টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন, মন্ত্রিপরিষদ বিভাগ যুগ্ম সচিব মিজ আয়েশা আক্তার প্রমুখ।
দুই দিনব্যাপি এ কর্মশালায় ৫টি কৌশলপত্র: জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্বন্ধে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে গণমাধ্যমকর্মীগণ তাঁদের অধিকার সম্বন্ধে সচেতন হবেন। এবং সাধারণ জনগণের কাছে এ বিষয়গুলো নিয়ে তথ্য উপস্থাপন করতে পারবেন। মাঠ পর্যায়ে সুশাসনের এই পাঁচটি টুলস সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তার ওয়াচডগ হিসেবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
P4D (Platforms for Dialogue) প্রকল্পটি ইউরোপীয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত।
Leave a Reply