জহিরুল হক মিলন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র্যাবের জালে আটকা পড়লেন ফেনীর ছাগলনাইয়ার শিবিরের সাথী আমের উদ্দিন মক্কি (৩৫)। সে ছাগলনাইয়া উপজেলার দক্ষিন মন্দিয়া গ্রামের জামায়াত নেতা মোসলেহ উদ্দিনের ছেলে ও জেলা ছাত্র শিবিরের সাথী। তার বিরুদ্ধে প্রায় তিন ডজন মামলা রয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম।
র্যাব ও ছাগলনাইয়া থানা সুত্রে জানা যায়, ছাগলনাইয়া দাখিল মাদরাসায় দাখিল পাশ করার পর সে ফেনীর ফালাহিয়া মাদ্রাসায় পড়তেন। সেখান থেকেই শিবিরের রাজনীতিতে যুক্ত হয় সে।
২০১২ ও ১৩ সালে ছাগলনাইয়াসহ ফেনীর বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলা, ম্যাজিস্টেটের গাড়ীতে হামলা , পুলিশ ফাঁড়ীতে অগ্নিসংযোগ, যাত্রীবাহী গাড়ীতে পেট্রোল বোমা হামলা, ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টাসহ ৩৬টি মামলার আসামি শিবির ক্যাডার মক্কি।
২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিল। ২০১৮সালে স্বরুপ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে আবার মাঠে নামে মক্কি। সরকারি দলের নেতাকর্মী, সাংবাদিক ও প্রশাসনের লোকদের সাথে সখ্যতা গড়ে তুলে মামলা থেকে বাঁচার পথ খুঁজতে থাকে। তবে দ্রুত চার্জশীট হওয়ায় তার সব চেষ্টা ব্যর্থ হয়।
ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ফেনী’, সোনাগাজী ও ছাগলনাইয়া থানায় ত্রিশটি মামলা অাছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। বৃহষ্পতিবার রাতে র্যাব -৭ ফেনী’ ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে থানায় হস্তান্তর করেন। শুক্রবার সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে
Leave a Reply