আজাদ ভুঁইয়া, স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মিড নাইটের ভোট চোর এ জালিম সরকার থেকে দেশ ও জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের বিকল্প নেই। তাই গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
গতকাল (বুধবার) বিকেলে নোয়াখালীর কবিরহাটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মওদুদ আহমদ এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, মওদুদ আহমদের সাথে রাজনীতিতে অন্য কারো তুলনা হতে পারে না। তিনি ছিলেন উদার মনের রাজনীতিবিদ। তাঁর সাথে যে কোন বিষয়ে যৌক্তিক বিতর্ক করা যেত, তিনি সেটাকে সাদরে গ্রহণ করতেন। গনতান্ত্রিক রাজনীতিতে মওদুদ এর ত্যাগ ও ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। নিজ এলাকাতে মওদুদ সাহেবের জনপ্রিয়তা চোখে পড়ার মত। মওদুদ আহমদকে ভালোবেসে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে। তিনি বলেন, তারেক রহমানের বক্তব্য বাংলাদেশ যাবে কোন পথে, পয়সালা হবে রাজ পথে, টেক ব্যাক বাংলাদেশ এই মূলমন্ত্র ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
জেলা বিএনপির সদস্য আবদুর রহিম চেয়ারম্যান এর সভাপতিত্বে ও নাজমুল হুদা ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও মওদুদ পত্নী হাসনা জসিম উদ্দিন মওদুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান এ আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম কিরন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নোয়াখালী বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল হক, কবিরহাট পৌরসভার বিএনপি সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, বিএনপি নেতা গোলাম মমিত ফয়সল, একরাম উদ্দিন, জাসাস নেতা শেখ সাদী বাবুল, কৃষক দল নেতা আবদুল কুদ্দুস,
যুবদল নেতা আবু হানিফ, মাইন উদ্দিন সুমন, ছাত্রদল নেতা কামাল উদ্দিন রুবেল, মিজানুর রহমান হারুন প্রমুখ।
Leave a Reply