জহিরুল হক মিলন : ফেনীতে শ্রদ্ধা ভালোবাসায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী। সকালে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী -২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল-হাসান ও পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে ফুল দিয়ে একেএকে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী পৌরসভা, ফেনী সরকারী কলেজ, ছাত্র লীগ, যুবলীগ সহআওয়ামীলীগ সহ বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তর। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১০টায় ফেনী পৌরসভায় জেলা আওয়ামী লীগের আয়োজনে কেক কাটার আয়োজন করা হয়। পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ অতিথি ছিলেন। অপরদিকে দুপুরে হাসপাতাল, এতিমখানা, কারাগার, শিশু সদন, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও দোয়া, বিকাল ৪টায় ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে স্বাধীনতা ও বঙ্গবন্ধু শীর্ষক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র / তথ্যচিত্র প্রদর্শন। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
Leave a Reply