জহিরুল হক মিলন: ফেনী সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লেমুয়া উচ্চ বিদ্যালয়ের এক্স-স্টুডেন্ট ফোরাম আয়োজিত ৬ শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষার্থীদের মিলন মেলা শনিবার লেমুয়া উচ্চ বিদ্যায়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব তপন চন্দ্র মজুমদার।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মমিনুল হক ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি প্রো-ভাইস চ্যান্সেলর ড. আলী নুর, সাবেক কাস্টম অফিসার আক্তার হোসেন, ওয়ার্টসিলা বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাদা জিল্লুর রহীম, জুকি বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আহমেদ করিম, সাবেক কাষ্টম অফিসার একে এম ফলজুল হক, চট্টগ্রাম বিশ^বিদ্যলয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক শেখ মোর্শেদ জাহান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাছিম।
স্বাগত বক্তব্য রাখেন লেমুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী, স্মৃতিচারণ বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক কবীর আহমেদ, মরন চন্দ্র ভৌমিক, মর্জিনা আক্তার ও মোঃ শাহ আলম, সাবেক সিনিয়র শিক্ষক জুলফিকার আলী, মোঃ খায়রুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কৌরাইশ, কামরুজ্জামান তালকুদার, এক্স স্টুডেন্ট ফোরামের আহবায়ক জহির উদ্দিন খোন্দকার, সাবেক শিক্ষার্থী ইতালী প্রবাসী নাসির উদ্দিন প্রমুখ।
বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত শিক্ষক বাবু হরে কৃষ্ণ দাস, সাবেক সহকারী প্রধান শিক্ষক সুবল চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক মোঃ সাদেক, মোঃ দেলোয়ার হোসেন, একেএম সিরাজ উদ্দিন, বল্লব চন্দ্র গৌস্বামী। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক শিক্ষার্থী এডভোকেট রায়হান উদ্দিন মামুন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ফুল, ক্রেস্ট ও সম্মাননা চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৯৮২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। প্রিয় শিক্ষক ও সহকর্মীদের দেখে অনেকে আবেগে আপ্লুত হন।
Leave a Reply