শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সর্বোচ্চ সীমানায় উন্নীত -মামুনুর রশিদ কিরন
আপডেট সময়:
সোমবার, ২১ মার্চ, ২০২২
৪৫
দেখেছেন
আজাদ ভুঁইয়া, স্টাফ রিপোর্টার : নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য, ও গ্লোব গ্রুপ-অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্জ মামুনুর রশিদ কিরন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সর্বোচ্চ সীমানায় উন্নীত হবে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন আধুনিক সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল চৌমুহনী পৌরসভার নবনির্মিত আধুনিক পৌর বাস টার্মিনালের কার্যক্রম চালু করার বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোঃ খালেদ সাইফূল্যাহর সভাপতিত্বে ও পৌরসভার প্রধান নির্বাহী মোজাম্মেল হক এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এ এস পি সার্কেল বেগমগঞ্জ) মোঃ নাজমুল হাসান রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন্নাহার,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শরীফ উল্যা, যুগ্ম সম্পাদক এডভোকেট আকতারুজ্জামান আনসারি, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, পরিবহন নেতা আবুল বাহার প্রমুখ।
সভা শেষে সংসদ সদস্য পিতা কেটে টার্মিনালের উদ্বোধন করেন অতিথিবৃন্দসহ টার্মিনাল পরিদর্শন করেন।
Leave a Reply