জহিরুল হক মিলন: মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাত দিন ব্যাপী দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত দেয়ালিকা নিয়ে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের স্ব-স্ব দেয়ালিকায় গল্প-কবিতার বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরে।
পরিষদ প্রাঙ্গণে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরিকৃত দেয়ালিকা সকলের দৃষ্টি কেঁড়েছে। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক ছবি ছাড়াও মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দৃশ্য সহ বিভিন্ন ধরণের ছবি শোভা পায়। ক্ষুদে শিক্ষার্থীদের সাজানো রং-বেরংয়ে দেয়ালিগুল যেন শিল্পীর তুলির আঁছড়ে আঁকা। দেয়ালিকায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে রচিত গল্প, কবিতাগুলো ছিল চমৎকার। প্রদর্শনীতে প্রতিটি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের তৈরিকৃত দেয়ালিকা সমূহ ছিল দৃষ্টিনন্দিত।
দেয়ালিকা প্রদর্শনী পরিদর্শন করেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সী, থানার ওসি হাসান ইমাম প্রমূখ ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া বলেন, বঙ্গবন্ধুকে জানা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা, বই পাঠে আগ্রহ বাড়ানো, সাহিত্যচর্চায় মননশীলতা বৃদ্ধি, প্রতিষ্ঠান পর্যায়ে সাংস্কৃতিক চর্চার বিকাশের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply