ফেনীর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবন উদ্বোধন
আপডেট সময়:
বুধবার, ৩০ মার্চ, ২০২২
৭২
দেখেছেন
জহিরুল হক মিলন: ফেনী-৩ (সোনাগাজী -দাগনভূঞা) আসনের সংসদ সদস্য জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, ইউনিয়ন পরিষদে মুঠোফোন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল সেবা দেয়া হচ্ছে। আগের মত নাগরিক সেবার জন্য শহরে যেতে হচ্ছেনা।
সকালে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, মডেল থানার অফিসার্স ইনচার্জ খালেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক, এলজিইডির উপজেলা প্রকৌশলী মনির হোসেন প্রমূখ।
মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, ২০১৯-২০ অর্থবছরে এলজিইডি’র অর্থায়নে প্রায় এক কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যায়ে আধুনিক এই ইউপি ভবন নির্মান করা হয়।
Leave a Reply