বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আপডেট সময়:
রবিবার, ৩ এপ্রিল, ২০২২
৩৬
দেখেছেন
আজাদ ভুঁইয়া, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর ঐতিহ্যবাহী বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গতকাল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র ক্রীড়া শিক্ষক মোঃ ফরিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির নিমন্ত্রণ গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য, গ্লোব গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মামুনুর রশিদ কিরন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, সিনিয়র শিক্ষক মারুফুজ্জামান রাসেল, সিনিয়র শিক্ষক নাজমুল করিম, সিনিয়র শিক্ষক ফিরোজ আলম, হরি কমল দাশ, নিখিল চন্দ্র বর্মণ, বাংলাদেশ শিক্ষক সমিতি বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ মোঃ আবদল্লাহ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
Leave a Reply