Saturday, November 23, 2024

বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে আফিফ

পারফরম্যান্সে ভাটা পড়ায় কদিন আগে বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। জাতীয় দলের বাইরে থাকায় এই সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলছেন তিনি। আবাহনী লিমিটেডের হয়ে দারুণ ছন্দেও রয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

তিন হাফ সেঞ্চুরিতে ১১ ম্যাচে ৩৩৫ রান করেছেন আফিফ। এমন পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেয়া হয়েছে তাকে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত টেস্টে অভিষেক হয়নি আফিফের। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাও নেই তার। ২৬ ম্যাচে ১ হাজার ২৬৬ রান করেছেন তিনি। সাদা বলের ক্রিকেটার হিসেবে পরিচিত এই ব্যাটারকে খানিকটা হুট করেই ক্যারিবীয়দের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টের দলে ডাকা হয়েছে।

আফিফ ছাড়াও ‘এ’ দলের স্কোয়াডে আছেন জাকির হাসান, সাদমান ইসলাম, নাইম শেখ, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক ও শাহাদাত হোসেন দিপুর মতো ব্যাটাররা। স্পিনার হিসেবে রয়েছেন তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও নাঈম হাসান।

পেস ইউনিট সামলাবেন মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডলের মতো তরুণ পেসাররা। তিন ম্যাচে আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলতে আগামী ১১ মে বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

১৬ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এক নম্বর গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ মে নম্বর গ্রাউন্ডে হবে পরের টেস্ট। ৩০ মে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নামবে দুই দল। ম্যাচটি হবে এক নম্বর গ্রাউন্ডে। ৩ জুন বাংলাদেশ ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড- আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব এবং রিপন মণ্ডল।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর