Saturday, November 23, 2024

নারায়ণগঞ্জে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি স্টিল মিলের বয়লার বিস্ফোরণে শংকর (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল চারটার দিকে উপজেলার গাউছিয়ায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. ইলিয়াস (৩৫), মো. জুয়েল (৩৫), নিয়ন (২০) ও মো. আলমগীর (৩৩)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

এ বিষয়ে স্টিল মিলের সুপারভাইজার হারুন অর রশিদ জানান, রূপগঞ্জে গাউছিয়ার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে বয়লার বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছয়জনকে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, একটি কারখানা থেকে সাতজন দগ্ধ হয়ে এসেছে। তাদের মধ্যে শংকর নামে একজন মারা গেছেন। ৬ জনকে ভর্তি করা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর