Tuesday, March 19, 2024

রাষ্ট্রদূতরা সীমা লঙ্ঘন করলে ব্যবস্থা : শাহরিয়ার আলম

কোনো বিদেশি রাষ্ট্রদূত তার দায়িত্বের বাইরে গিয়ে কিছু করলে বা সীমা লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ৬ মাস আগে একটি পরিস্থিতি গিয়েছিল। তখন কেউ কেউ দায়িত্বের বাইরে গিয়ে কাজ করেছেন। যদি কোনো দেশের রাষ্ট্রদূত আবারও সে ধরনের কর্মকাণ্ডে জড়িত হন এবং আমাদের যদি মনে হয় সীমা লঙ্ঘন করে ফেলছেন। তবে সেটা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে ৬ কংগ্রেসম্যানের পাঠানো চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চিঠিতে অসামঞ্জস্যতা রয়েছে, বাড়াবাড়িও আছে। সেখানে তথ্যের একটা বড় ধরনের ঘাটতিও আমরা লক্ষ্য করেছি। কংগ্রেসম্যানদের প্রচেষ্টা দুর্বল ও সস্তা। আমরা ওই কংগ্রেসম্যানদের সঙ্গে কথা বলব।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর