Sunday, November 24, 2024

বর্ষায় হু হু করে চুল পড়ে যাচ্ছে? ঘরোয়া ৪ উপায়েই বন্ধ হবে চুল পড়া

অনেকেই অন্য যেকোনো সময়ের চেয়ে বর্ষাকালে চুলের সমস্যায় বেশি ভোগেন। এর কারণ এই সময়ে চুলের গোড়া এবং মাথার তালুকে নানা ধরনের সংক্রমণের মাত্রা বাড়ে। বিশেষ করে বিভিন্ন ছত্রাকজাতীয় সংক্রমণ এই সময়ে মাথার ত্বককে সমস্যার ফেলে। আর সেটির কারণেই চুলের গোড়া দুর্বল হয়ে যায়।

তবে এই সমস্যারও সমাধান সম্ভব। কোনো ওষুধ নয়, কোনো রাসায়নিক নয়, একেবারেই ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে। ঘরের কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই এই সমস্যা সামলাতে পারেন।

অ্যালোভেরা জেল: চুল ওঠার সমস্যা সামলাতে এটি অভিনব একটি পদ্ধতি। দুচামচ অ্যালোভেরার রস প্রথমে বের করে নিন। তারপর সেটি চুলের গোড়ায় মালিশ করুন। এরপর প্রায় আধ ঘণ্টা রেখে দিন। পরে সাধারণ পানিতে মাথা ধুয়ে নিন। কয়েক দিন ব্যবহার করলেই কমে যাবে চুল পড়ার সমস্যা।

পেঁয়াজের রস: এটি চুলের জন্য অত্যন্ত ভালো। পেঁয়াজের রস চুলের গোড়া মজবুত তো করেই, পাশাপাশি মাথার ত্বকে কোনো ধরনের সংক্রমণ হলে তা দ্রুত কমাতেও পারে। এর ফলে বর্ষায় মাথার ত্বক ভালো থাকে। তাই সপ্তাহে ২ থেকে ৩ দিন চুলের গোড়ায় পেঁয়াজের রস লাগাতে পারেন। তাতে চুল পড়ার আশঙ্কা কমবে। মাথায় পেঁয়াজের রস লাগিয়ে মিনিট ২০ রেখে দিন। পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

আদার রস: এটিও একই রকম ভালো। তাজা আদা থেকে রস বের করে নিন। তারপর সেটি মাথায় লাগিয়ে রাখুন মোটামুটি ৩০ মিনিট। পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটিও বর্ষায় চুল পড়া কমাবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন এই রস।

ডিম-মধু-অলিভ অয়েলের মিশ্রণ: এই মিশ্রণও চুলের জন্য খুব ভালো। একটা গোটা ডিমের সঙ্গে মধু আর অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। তারপর সেটি মাস্কের আকারে মাথায় মাখিয়ে দিন। এতে চুল ভালো থাকবে। বর্ষায় এটি ব্যবহার করলে চুল পড়া কমবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর