সাত বছর পর পরিচালকের আসনে বসেছেন করণ জোহর। ধামাকা একটা যে হবে তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। আর হল তেমনটাই। অনেকেই ভেবেছিলেন সেভাবে সাফল্য পাবে না ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। যদিও তেমনটা হল না একদমই।
ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রতিবেদনে জানানো, প্রাথমিক রিপোর্ট বলছে, প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহ থেকে ৭০ কোটি রুপির বেশি ঘরে তুলেছে এই সিনেমা। বুধবার সিনেমার আয় ৬ দশমিক ৯ কোটি। সোমবার বা মঙ্গলবারের থেকে আয়ের অংক খানিক কম হলেও, সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে তা মন্দ নয়।
আলিয়া ভাট ও রণবীর সিংয়ের এই সিনেমা প্রেক্ষাগৃহে খাতা খুলেছিল ১১ দশমিক ১ কোটি রুপি দিয়ে। তবে শনি ও রোববার এসে সেই আয় বেড়ে যায় অনেকটাই। প্রথম তিন দিনে সিনেমাটি আয় করে ৪৫ দশমিক ৯০ কোটি।
২০২৩ সালে খুব কম সিনেমা বলিউডে সাফল্যের মুখ দেখেছে। পাঠানের আয় ছিল দেশের বাজারে ৫৪৩ দশমিক ০৫ কোটি, দ্য কেরালা স্টোরি ২৪২ দশমিক ২০ কোটি রুপি।
আপাতত এই দুটি সিনেমাকেই হিটের তকমা দেয়া যায়। অন্যদিকে, ‘তু ঝুটি মে মক্কার’, ‘আদিপুরুষ’ এবং ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাগুলো ১০০ কোটি আয় করলেও বাজেট বেশি থাকায় হিটের তালিকায় ঢুকতে পারেনি।