Tuesday, March 4, 2025

চমক রেখেই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার

২০২২ কাতার বিশ্বকাপ শেষ হওয়ার আট মাস পর শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি। সেপ্টেম্বর থেকেই শুরু হবে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্ব। বিশ্বকাপ বাছাইয়ের জন্য গত ১৯ আগস্ট ব্রাজিল দল ঘোষণা করলেও এতদিন দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। অবশেষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে।

বিশ্বকাপ বাছাইয়ের জন্য দলের অভিজ্ঞ এবং তারকা ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়া মেসিসহ দলে রয়েছেন ডি মারিয়া, মার্টিনেজ, ডি পলের মতো তারকা ফুটবলাররা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের নিজেদের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে। আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। আর্জেন্টিনার মাঠ বুয়েনস এইরেসের স্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চার দিন পর ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা। লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়াম আর্জেন্টিনাকে আতিথেয়তা দিবে বলিভিয়া।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেস), ওয়াল্টার বেনিতেস (পিএসভি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), জার্মান পাজেল্লা (রিয়াল বেতিস), গঞ্জালো মন্টিয়েল (নটিংহ্যাম ফরেস্ট), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লুকাস এসকুইভেল (অ্যাথলেটিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল)।

মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), রদ্রিগো ডি পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), ফাকুন্দো বুয়ানান্তোত্তে (ব্রাইটন), এনজো ফার্নান্দেজ (চেলসি), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এজেকুয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), ব্রুনো জাপেল্লি (অ্যাথলেটিকো পারানায়েন্সে, অনুর্ধ্ব-২৩ দল), থিয়াগো আলমাদা (আটলান্টা ইউনাইটেড)।

আক্রমণভাগ: নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), আনহেল ডি কোরেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), অ্যাঞ্জেলো ডি মারিয়া (বেনফিকা), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), অ্যালান ভেলাসকো (এফসি ডালাস অনুর্ধ্ব-২৩ দল), লুকাস বেলাত্রান (ফিওরেন্তিনা, অনুর্ধ্ব-২৩ দল)।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর