Thursday, January 16, 2025

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে দলটির কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টনের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সরজমিনে দেখা গেছে, বিএনপির নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এরই মধ্যেই শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ চলছে। সমাবেশে শেষ শোভাযাত্রা শুরু হবে।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেকেই উপস্থিত রয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত এই শোভাযাত্রাটি দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর