Saturday, March 1, 2025

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকে চলন্ত বাসের ধাক্কা, নিহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত বাসের ধাক্কায় তিন বাসযাত্রী নিহত হয়েছেন। তবে সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার ভোরে উপজেলার রামেরখোলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে; তিনি হলেন- হাসিনা বেগম। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। গুরুতর আহত কয়েকজন হলেন, চট্টগ্রাম জেলার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, লাবিবা পরিবহনের যাত্রীবাহী বাসটি কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। পথে উপজেলার রামেরখোলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ঢাকাগামী ট্রাকের পেছনে ওই বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রীর মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর