গ্রুপপর্ব শেষে এশিয়া কাপের সুপার ফোরে লড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মাঝেই দুঃসংবাদ পেতে যাচ্ছে টাইগার শিবির। এশিয়া কাপ চলাকালেই দেশে ফিরে আসতে পারেন দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। এর আগে এশিয়া কাপ ছেড়ে দেশে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগের দিনে এমন গুঞ্জন ঠিক কি কারণে, সেটা ইতিমধ্যেই জানা গেছে। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন এই টাইগার ক্রিকেটার। তাই এই সময়ের স্ত্রীর পাশে থাকতে চান তিনি। মূলত সেজন্যই এশিয়া কাপ ছেড়ে দেশে ফিরতে পারেন মুশফিক।
তবে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে খেলবেন মুশি। এরপর একদিন পর অর্থাৎ আগামী রবিবার দেশের বিমান ধরবেন এই ডানহাতি ব্যাটার।
যেহেতু পারিবারিক দরকার। তাই টিম ম্যানেজম্যান্ট মুশফিকের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে। তবে মুশফিক ফিরে আসলে তার বিকল্প হিসেবে কাউকে পাঠানো হবে কিনা, সেই বিষয়টি নিশ্চিত নয়।
চলমান এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত মোট তিনটি ম্যাচ খেলেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। তিন ম্যাচে ৩৪ গড়ে ব্যাট হাতে করেছেন মোট ১০২ রান। ফিফটি রয়েছে একটি। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেছেছিলেন ৬৪ রান। এবারের এশিয়া কাপে এটাই তার ব্যক্তিগত সর্বোচ্চ।
এদিকে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাচে হেরেই পড়েছে বিপদে। ফাইনালে উঠতে হলে শেষ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগাররা। শনিবার দ্বিতীয় ম্যাচে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। আর ১৫ তারিখে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।