Thursday, January 16, 2025

এআইয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত রুম্মান

চারদিক ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী এআই ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডেটা সায়েন্টিস্ট ড. রুম্মান চৌধুরী। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এই তালিকায় স্থান পেয়েছেন। ডেটার ব্যবহারে মানুষকে কীভাবে পক্ষপাত থেকে মুক্ত করা যায় এবং সমাজের ওপর কীভাবে প্রযুক্তির প্রভাব যাচাই করা যায় এসব বিষয় নিয়ে গবেষণা করেছেন তিনি। বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে এই তালিকাটি প্রকাশ করা হয়।

জন্ম ও পড়াশোনা

নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে ১৯৮০ সালে জন্ম নেন ড. রুম্মান। বিজ্ঞান জগত নিয়ে কৌতুহলী ছিলেন শৈশব থেকেই। বৈজ্ঞানিক কল্পকাহিনী ও টিভি সিরিজ এক্স ফাইলসের ভক্ত এই শিশুই পরবর্তী সময়ে বিজ্ঞানী বনে যান।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে ম্যানেজমেন্ট সায়েন্স ও পলিটিকাল সায়েন্স বিষয়ে স্নাতক পাস করেন। পরে কলম্বিয়া বিশ^বিদ্যালয় থেকে স্ট্যাটিসটিক্স অ্যান্ড কোয়ানটিটেটিভ মেথডস বিষয়ের ওপর এমএসসি ডিগ্রি লাভ করেন। স্যান ডিয়েগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পলিটিকাল সায়েন্স বিষয়ে পিএইচডি লাভ করেন।

কর্মজীবন

ড. রুম্মান চৌধুরী ডেটা সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের সমন্বয়ে ‘অ্যাপ্লাইড অ্যালগোরিদমিক এথিকস’ খাতে কাজ করেছেন। তিনি মূলত কাজ করেন কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা ও মেশিন লার্নিং নিয়ে। সিলিকন ভ্যালিতে কাজ করেন। টুইটারে (বর্তমানে এক্স) টুইটারের একটি দলের প্রকৌশল পরিচালক হিসেবে কাজ করেন ২০২১ এর ফেব্রুয়ারি থেকে ২০২২ এর নভেম্বর পর্যন্ত। এ সময় তিনি টুইটারের কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নৈতিকতার মানদণ্ডের সমন্বয় ঘটানোর জন্য কাজ করেন। এছাড়াও চলতি বছরের আগস্টের শুরুতে তিনি প্রায় ৪ হাজার হ্যাকারদের নিয়ে লাস ভেগাসে একটি যুগান্তকারী সম্মেলন আয়োজন করেন। এই অনুষ্ঠানে হ্যাকারদের প্রতি ওপেন এআই, গুগোল ও অ্যানথ্রোপিকের বানানো এআই চ্যাটবটের বিভিন্ন ভঙ্গুরতা চিহ্নিত করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়। ফলে এই অনুষ্ঠানের মাধ্যমে তার কাজের গুরুত্ব সবার সামনে আসে।

স্বীকৃতি

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী এআই ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। টাইম ম্যাগাজিনের এই তালিকায় ড. রুম্মানের পাশাপাশি স্থান পেয়েছেন ওপেন এআই’র প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, এক্স এআই’র ইলন মাস্ক, কানাডা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক জেফরি হিনটন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেই ফেই লি, গুগোল ডিপ মাইন্ডের ভাইস প্রেসিডেন্ট পুশমিত কোহলি, প্রমুখ।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর