Friday, December 27, 2024

মহারাষ্ট্রে মন্দিরে গাছচাপা পড়ে সাতজনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে গাছচাপা পড়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো বলা হয়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সে সময় প্রবল বৃষ্টি ও ঝড় হলে একটি টিনশেডের নিচে বহু ভক্ত আশ্রয় নেন। এসময় পুরনো একটি নিম গাছ টিনশেডের ওপর ভেঙে পড়ে।

পুলিশ জানায়, শেডের নিচে ৩৫ থেকে ৪০ জন চাপা পড়েছিলেন। এর মধ্যে সাতজন প্রাণ হারান। এ ছাড়া পাঁচজনকে আহত অবস্থায় আকোলা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

গাছ চাপা পড়ে হতাহতের ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিস শোক প্রকাশ করেছেন। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর