নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের সচেতনতায় ট্রাফিক সিগনাল, জেব্রা ক্রসিং ও রোড সেফটি সম্পর্কে বিভিন্ন বিষয় হাতে কলমে শেখানো হয়েছে। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) উদ্যোগে সড়ক নিরাপত্তার ব্যবহারিক অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজে প্রাকটিক্যাল অ্যান্ড পার্টিসিপেটরি এডুকেশন প্রোগ্রাম (পিপিইপি) অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২০২২ সালের মার্চ মাস থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দ্বারা সমর্থিত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) বাস্তবায়ন করছে।
জাইকা বিশেষজ্ঞ দল (জেইটি) শিক্ষার্থীদের জন্য সড়ক নিরাপত্তা শিক্ষা কার্যক্রম চালু করেছে, যার নাম প্রাকটিক্যাল অ্যান্ড পার্টিসিপেটরি (পিপিইপি) এডুকেশন প্রোগ্রাম।
এতে ডিএমপির প্রশিক্ষিত কর্মকর্তারা পঞ্চম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীকে ট্রাফিক লাইটের অর্থ, জেব্রা ক্রসিং ও সিগন্যাল রাইট ইত্যাদি বিষয় নিয়ে একটি ছোট মডেল ব্যবহার করে নিরাপদে রাস্তা পার হওয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
পিপিইপি হলো জাপানে পুলিশ কর্তৃক বাস্তবায়িত সড়ক নিরাপত্তা শিক্ষার একটি ভালো অনুশীলন, এবং এটি তিনটি অংশ নিয়ে গঠিত প্রথমত, শিশুদের মনোযোগ আকর্ষণ করার ভূমিকা যেমন একটি বল নিয়ে খেলা, দ্বিতীয়ত, শিশুদের ট্রাফিক সংকেত ও কীভাবে রাস্তা পার হতে হয় তা শিখানো এবং তৃতীয়ত, প্রশ্নোত্তরের মাধ্যমে শিশুদের বোঝার বিষয়টি নিশ্চিত করা।
পিপিইপির প্রথম বাস্তবায়ন ট্রাফিক লাইট এবং নিরাপদ রিকশা চড়ার সাথে জেব্রা ক্রসিংকে কেন্দ্র করে। ডিএমপির তিনজন প্রশিক্ষিত কর্মকর্তা শিক্ষার্থীদের রোল মডেল হিসেবে একটি আকর্ষণীয় উপায়ে কীভাবে রাস্তায় ট্রাফিক লাইট ও জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে, কীভাবে রিকশায় চড়তে হবে তা দেখিয়েছিলেন এবং অনুশীলনে অংশগ্রহণ করতে উৎসাহিত করেন।
ডিআরএসপি হলো তিন বছরের জন্য একটি প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প যার লক্ষ্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাপক সড়ক ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা সক্ষমতা জোরদার করা।
ডিআরএসপি তিনটি আউটপুট নিয়ে গঠিত, এবং আউটপুটগুলোর মধ্যে একটি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সড়ক নিরাপত্তা শিক্ষা/ জনসংযোগের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। পিপিইপি ভবিষ্যতে অন্যান্য স্কুলে সম্প্রসারিত করার জন্য বিবেচনা করা হবে।