Thursday, January 16, 2025

চুল সোজা করুন প্রাকৃতিক উপায়ে

অনেকেই স্ট্রেট চুল পছন্দ করেন। তবে জন্মসূত্রে সবার চুল সোজা হয় না। খুব সহজে স্ট্রেট চুল পাওয়ার উপায় হল স্ট্রেটনিং আয়রন ব্যবহার করা। কিন্তু দিনের পর দিন আয়রন ব্যবহার করলে চুলের ভীষণ ক্ষতি হয়ে যায়। তা ছাড়া শুধু আয়রন করলে চুল সাময়িক স্ট্রেট হয়। একমাত্র কেমিক্যাল ট্রিটমেন্ট করালে চুল পাকাপাকিভাবে সোজা হয়, কিন্তু এতে চুলের বেশ ক্ষতিও হয়।

এ কারণে চুল স্টেট করতে চাইলে প্রাকৃতিক কিছু পদ্ধতি বেছে নিতে পারেন। এতে চুল সোজাও থাকবে, সুন্দরও থাকবে। যেমন-

ভেজা চুল আঁচড়ান মোটা দাঁড়ার চিরুনি দিয়ে : এমনিতে ভেজা চুল মোটেও ব্রাশ করা উচিত নয়, এতে গোছা গোছা চুল উঠে যেতে পারে। এ কারণে ব্রাশের বদলে মোটা দাঁড়ার কাঠের চিরুনি বেছে নিন। এমন চিরুনি দিয়ে চুল আঁচড়ালে জট ছাড়়িয়ে নিতে পারবেন, চুল স্ট্রেট দেখাবে। এজন্য প্রথমে নিয়ম অনুযায়ী চুল শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর তোয়ালে বা সুতির গেঞ্জি দিয়ে চুল চেপে চেপে মুছে বাড়তি পানিটুকু শুষে নিন। ভেজা চুলটা ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করুন। এক একটা ভাগ নিয়ে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে ধীরে ধীরে আঁচড়ান। এতে চুল স্ট্রেট আর পরিচ্ছন্ন দেখাবে। পাঁচ মিনিট অপেক্ষা করুন, তারপর আবার আঁচড়াতে থাকুন। যতক্ষণ না চুল পুরো শুকনো হচ্ছে, এভাবে আঁচড়াতে হবে।

দুধ দিয়ে চুল ধুয়ে দেখুন : চুল স্বাভাবিকভাবে সোজা আর মসৃণ করার আরেকটি উপায় হচ্ছে দুধ। ক্ষতিগ্রস্ত চুল সুস্থ করে তুলতেও দুধের ভূমিকা রয়েছে। এজন্য একটা কাপে পরিমাণমতো দুধ নিন। চুল শ্যাম্পু আর কন্ডিশনিং করার পরে হাতে খানিকটা দুধ নিয়ে আঙুল দিয়ে তেল মাখার মতো করে পুরো চুলে মেখে নিন। বাকি দুধটা চুলে ঢেলে নিন। দুই মিনিট অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন। চুল শুকোনোর অনেক স্ট্রেট দেখাবে। এক্ষেত্রে গরুর দুধ, আমন্ডের দুধ বা নারকেলের দুধ ব্যবহার করতে পারেন।

আমন্ড অয়েল মাখুন : চুলের দৈনন্দিন যত্নে আমন্ড অয়েল খুবই উপকারী। ভিটামিন ই আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ আমন্ড অয়েল চুলের রুক্ষতা কমায়, চুল মসৃণ রাখে। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অল্প আমন্ড অয়েল চুলে মেখে নিন। চুল স্ট্রেট থাকবে।

অলিভ অয়েল আর ডিম : আমন্ড অয়েলের মতো ডিমেও প্রচুর জরুরি ভিটামিন, ফ্যাটি অ্যাসিড আর পুষ্টিকর উপাদান রয়েছে যা চুলে ভিতর থেকে পুষ্টি জোগায়। অন্যদিকে অলিভ অয়েলের রাসায়নিক গঠন অনেকটা আমাদের শরীরে তৈরি স্বাভাবিক তেলের মতোই। তাই অলিভ অয়েল চুলের স্বাভাবিক আর্দ্রতা রক্ষা করে এবং শুষ্কভাব প্রতিহত করে। অলিভ অয়েলের সঙ্গে দুটো ডিম ভেঙে মিশিয়ে চুলে মেখে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুল স্ট্রেট হবে।

কলা আর মধু: শুধু চুলের আর্দ্রতা ধরে রাখাই নয়, কলা আর মধুর আরও অনেক উপকারিতা রয়েছে। চুলের চারপাশে একটা সুরক্ষার বলয় তৈরি করে দিতে পারে কলা আর মধুর প্যাক। এজন্য একটা পাকা কলা ভালোভাবে চটকে নিন, তাতে এক টেবিলচামচ মধু মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পুরো চুলে আর মাথায় তালুতে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর