Wednesday, January 15, 2025

বিএনপির বহিষ্কৃত লোকদের নিয়ে দল ভারি করছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিসানীতি তাদের উপরে পড়ে, যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। আজ দেশের সব সেক্টর ভিসানীতিতে পড়তে যাচ্ছে, এটা খুশির না লজ্জার। এর জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা সরকার।

বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি স্থায়ী কমিটি সদস্য মরহুম ব্রি.জে. (অব.) আ স ম হান্নান শাহ সপ্তম মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিএনপি কোনো বিপদে নেই। বিএনপি আন্দোলনের মাধ্যমে শক্তিশালী হচ্ছে। তবে গোটা জনগণ আজ বিপদের মুখে। মুক্তিযুদ্ধ শুধু একটা ম্যাপের জন্য হইনি, হয়েছে কথা বলার স্বাধীনতাসহ সকল সুযোগ ভোগ করার জন্য।

বিএনপি মহাসচিব বলেন, সরকার সাংবিধানিক অধিকারের উপর আঘাত করছে। আজ যোগ্যতা থাকলেও কেউ চাকরি পায় না। শেখ হাসিনার নেতৃত্বে শাসকগোষ্ঠী তথাকথিত যে উন্নয়নের কথা বলছে, তা আরও দেশকে ঋণী করে তুলছে।

তিনি বলেন, গায়ের জোরে আর প্রতিহিংসায় খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রেখেছে সরকার। আওয়ামী লীগের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না, বিএনপি কখনও যাবে না। বিএনপির বহিষ্কৃত লোকদের নিয়ে দল ভারি করছে আওয়ামী লীগ।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর