বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। ফিটনেস ইস্যু দেখিয়ে তামিম ইকবালকে বাদ দিয়ে দল গঠন করায় ক্রিকেটভক্তদের সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।
দল গঠনের আগে থেকে শুরু হওয়া বিতর্কের রেশ ধরে কিছুদিন আগেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ফেসবুকে এক ভিডিওবার্তা দিয়েছিলেন। সেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবালের ভেতর চলমান সমস্যাগুলো নিয়ে সবার সামনে কথা বলেছিলেন তিনি।
সেই ভিডিওর পর রোববার সকালে আরও একটি ভিডিওর ট্রেইলার দেন মাশরাফি। সেটি দেখে অনুমান করে নেওয়া হয়েছিল আবারও হয়তো চলমান সংকটের ইস্যুতে আবারো কিছু বলতে যাচ্ছেন ম্যাশ।
কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। ম্যাশ ভিডিওতে আলোচনা করেছেন বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াড নিয়ে। নিজের ফেসবুক পেজে বিশ্বকাপের দল নিয়ে নিজের অভিমত জানিয়েছেন দেশসেরা এই দলপতি।
ম্যাশ বলেন, ‘বিশ্বকাপে ১৫ জনের দলটা কেমন হলো সেটা নিয়ে আলোচনা করার দরকারে ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অন্যান্য আলোচনা সামনে চলে আসায় এই আলোচনাটা থেকে আমরা কিছুটা দূরে সরে এসেছি। এই ভিডিওতে আমি চেষ্টা করবো দলটি কেমন হয়েছে সেটি বিশ্লেষণ করার।’
এরপর বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া ১৫ ক্রিকেটারের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে আলোচনা করেন তিনি।