স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে (০৭-১৫) অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায় পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশে বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) সম্পৃক্ততার জন্য অর্থছাড়ের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে।
জানা গেছে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ব্যাপারে মঙ্গলবার (৩ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ সংশ্লিষ্ট সবার সাথে বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
চাহিদা ও দ্রুততম সময়ে পরীক্ষা নেয়ার জন্য ২০২৩ সালে ০৩ (তিন) পর্বে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে এবং পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সে অনুসারে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি প্রথম ধাপে বরিশাল, রংপুর ও সিলেট বিভাগের, ২০ মর্চে দ্বিতীয় ধাপে খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের এবং ১৪ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
২০২২ সালেও ০৩ ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং একই বছরের ১৪ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে ৩৭ হাজার ৫ শত ৭৪ জন পরীক্ষার্থীকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণ চলতি বছরের ২৩ জানুয়ারি স্ব স্ব উপজেলায় যোগদান করেন।