চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ দল। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৩৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবের দল। ইংল্যান্ডের দেয়া ৩৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা।
এর আগে, টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। কিন্তু তার এ সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রথম পাওয়ার প্লেতেই টের পায় বাংলাদেশ। দলীয় ১১৫ রানের সময় বেয়ারেস্টোকে বোল্ড করেন সাকিব। তার আগে বেয়ারেস্টো ৫৯ বলে ৮ চারের সাহায্যে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এটি ছিল তার ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি।
দ্বিতীয় উইকেট জুটিতে মালান-জো রুটের সঙ্গে ১৫১ রানের জুটি গড়েন। দলীয় ২৬৬ রানে মালানকে বোল্ড করে জুটি ভাঙেন শেখ মেহেদী। তার আগে অবশ্য তিনি ১০৭ বলে ৫ ছয় ও ১৬ চারে ১৪০ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি এবং ক্যারিয়ার সেরা ইনিংস।
এরপর দ্রুতই ফিরে যান অধিনায়ক বাটলার। তিনি শরিফুলের বলে বোল্ড হয়ে ফেরেন। দলীয় ৩০৮ রানে রুটকে ফেরান শরিফুল। তার আগে রুট ৬৮ বলে ১ ছয় ও ৮ চারের সাহায্যে ৮২ রান সংগ্রহ করেন। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে ইংলিশরা। শেষ দিকে টাইগার বোলাররা তাদের দাপট দেখাতে শুরু করলে ৩৬৪ রানে আটকে যায় ইংলিশরা। বাংলাদেশের হয়ে শেখ মেহেদী ৪টি, শরিফুল ৩টি, তাসকিন ও সাকিব একটি করে উইকেট লাভ করেন।