Monday, January 13, 2025

বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়টি চিন্তা করবে আ. লীগ: কাদের

শর্ত প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে চিন্তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিং সাংবাদিকের তিনি এ কথা জানান।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য অর্থবহ সংলাপসহ পাঁচটি সুপারিশ করেছে।

এ বিষয়ে প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, সংলাপের চিন্তা করব তখন যখন বিএনপি চারটি শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত সংলাপের বিষয়ে আমাদের কোনো চিন্তা-ভাবনা নেই। তারা শর্ত প্রত্যাহার করলে দেখা যাবে।

উল্লেখ্য, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সংবিধান অনুযায়ী ভোটের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে বিএনপি। এজন্য তারা বেশকিছু ধরে আন্দোলন-সংগ্রাম করছে।

প্রথম দিকে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের পক্ষ থেকেই বলা হচ্ছিল যে, কোনো সংলাপ হবে না। তবে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন ও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলে তারা সংলাপে বসতে রাজি আছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শর্তসাপেক্ষে সংলাপে বসতে রাজি নয়।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর