Monday, January 13, 2025

সংবিধান মতে নির্বাচন করতে হলে সরকারকে পদত্যাগ করতে হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার সাংবিধানিকভাবে অবৈধ, সংবিধান মতে নির্বাচন করতে হলে সরকারকে পদত্যাগ করতে হবে। সোমবার ( ১৬ অক্টোবর ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কথা একটাই, আমরা অনেক কিছু হারিয়েছি। অনেক মা সন্তান হারিয়েছেন। আর পেছনে ফেরার সুযোগ নেই। এ সরকারকে ক্ষমতায় রেখে ঘরে ফিরলে কোনো যুবক চাকরি পাবেন না, এমনকি শান্তিতেও থাকতে পারবেন না।’

তিনি বলেন,রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার। তারা প্রশাসনকে ব্যবহার করছে বিরোধীদলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। অন্যদিকে বিচারালয় ব্যবহার করে সরকারবিরোধী আন্দোলনকারীদের মিথ্যা সাজানো মামলায় দণ্ড দেয়া হচ্ছে।

বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশ প্রেরণের দাবিতে বিএনপি ও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই যুব সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর