Sunday, January 19, 2025

আমরা যুদ্ধে জড়িয়ে গেছি, গাজা হবে ইসরায়েলি সেনাদের কবরস্থান: হিজবুল্লাহ

গাজায় স্থল অভিযান চালালে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম শনিবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্য এ হুঁশিয়ারি দেন। খবর আরব নিউজ

তিনি বলেন, আমাদের বিজয় ছাড়া অন্য কোনো পথ নেই এবং দখলদারদের পরাজয় ছাড়া অন্য কোনো উপায় নেই।

হিজবুল্লাহর এই নেতা বলেন, শত্রুরা আজ আতঙ্কে রয়েছে। তারা ভীত হয়ে আমাদের ওপর ড্রোন হামলা চালাচ্ছে। আমরাও তাদের ছেড়ে দেব না। এ সময় তিনি গত ৭ অক্টোবর হামাসের ‘আল-আকসা তুফান’ অভিযানের ভূয়সী প্রশংসা করে বলেন, ওই অভিযান ছিল ‘ইসরায়েল নামক কফিনে একটি পেরেক।’

শেখ নাঈম কাসেম ইসরায়েলকে সমর্থন করার জন্য পশ্চিমা বিশ্বের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পাশ্চাত্যরা ফিলিস্তিনি জনগণের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে। এতদিন পশ্চিমারা ‘দুই রাষ্ট্রভিত্তিক’ যে সমাধানের কথা বলে এসেছে তা ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়।

নাঈম কামেস বলেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। তারা নারী ও শিশু ও বৃদ্ধদের টার্গেট করে হত্যা করেছে।

হিজবুল্লাহকে চলমান যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য বহু পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে নিশ্চিত করেন শেখ নাঈম কাসেম। তবে তিনি বলেন, আমরা এখন যুদ্ধের ঠিক মাঝখানে ঢুকে পড়েছি এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার আর সুযোগ নেই।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর