গাজীপুরের শ্রীপুরে নকল সিগারেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকান থেকে চার হাজারের বেশি নকল সিগারেট জব্দ করা হয়।
শ্রীপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আল মামুনের নেতৃত্বে মাস্টারবাড়ি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের রহমত স্টোর, আশা স্টোর, এবং নাজমুল স্টোর থেকে ডারবি, পাইলট এবং হলিউড ব্র্যান্ডের ৪ হাজার ১৭০টি নকল সিগারেট জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত দোকানিদের ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং নকল সিগারেটগুলো পুড়িয়ে ফেলা হয়।
বেলা আড়াইটার দিকে পরিচালিত অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর থাকার পুলিশ পরিদর্শক মো. আজাদ রওশন, এবং স্যানিটারি পরিদর্র্শক রফিকুল ইসলাম।
পরে সহকারী কমিশনার মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাওনা মাস্টারবাড়ি বাজারে এই অভিযান চালানো হয়।