Friday, February 28, 2025

হঠাৎ দেশে ফিরে এসেছেন সাকিব

বিশ্বকাপ মিশনের মুম্বাই পর্ব শেষ করে এই মুহূর্তে বাংলাদেশ দল পরের দুই ম্যাচের ভেন্যু কলকাতায়। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের গন্তব্য পাল্টে গেছে। হঠাৎ দেশে ফিরে এসেছেন তিনি।

জানা গেছে, আজ (বুধবার) সকালে ঢাকায় নেমে দুপুরেই মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ঢুঁ মেরেছেন তিনি।

মিরপুর স্টেডিয়ামের ইনডোরে নিজের ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলনও করেছেন টাইগার এই অলরাউন্ডার।

জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। এই কোচের অধীনেই নিজেকে বড় করেছেন সাকিব। হয়ে উঠেছেন বিশ্বসেরা তারকা। অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় গুরু ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন সাকিব আল হাসান।

এবারও সম্ভবত নিজেকে ফিরে পাওয়ার মিশনে ঢাকায় পা রেখেছেন সাকিব। ব্যাটে বলে এবারের বিশ্বকাপটা যে মোটেই ভালো যাচ্ছে না তার। ইনজুরির কারণে এক ম্যাচ না খেললেও বাকি ম্যাচগুলোতে তার পারফর্ম্যান্স ঠিক সাকিব-সুলভ না। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে টাইগার দলপতি করেছেন মোটে ৫৬ রান। আর বল হাতে নিয়েছেন ৬ উইকেট।

বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। টানা চার হারে সেমিফাইনালে খেলার স্বপ্নও মলিন হয়ে গেছে অনেকটাই। ব্যাটে-বলে ফর্মে নেই কাপ্তান সাকিবও। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেই আউট হয়ে কোনোরকমে হতাশা লুকিয়েছেন। এর মধ্যেই তিনি ফিরলেন ঢাকা।

জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দিতে কলকাতায় যাবেন সাকিব। এরপর ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে খেলবেন তিনি।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর