Saturday, January 18, 2025

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২২

যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের লিউইস্টন শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা।

বুধবার (২৫ অক্টোবর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যের লিউইস্টন শহরে এ ঘটনা ঘটে। সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, হামলাকারী পলাতক রয়েছেন। তদন্তকারী কর্মকর্তারা এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করছেন। মেইন শহরের দুটি স্থানে যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে খুঁজছে পুলিশ।

হামলার পর শেরিফের অফিস থেকে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। অফিসটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে জানায়, হামলাকারীর হাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যাসাল্ট-রাইফেল দেখা গেছে।

এছাড়া মেইন স্টেট পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় জড়িত একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে হামলাকারীকে আটক করতে না পারায় ফের হামলার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, লিউইস্টন শহরের অবস্থান পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে। যা রাজ্যটির দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় শহর।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর