Saturday, March 1, 2025

বিএনপির ১৯০০ নেতাকর্মীর নামে মামলা

কিশোরগঞ্জ:

কুলিয়ারচর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ বিএনপির প্রায় ১৯০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১ নভেম্বর) তিনি জানান, কুলিয়ারচর থানার পরিদর্শক তারেক পারভেজ বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখসহ ১৫০০ থেকে ১৬০০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেন। এ ছাড়ও পুলিশ পরিদর্শক নূরে আলম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

ওসি বলেন, এসব মামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিএনপির অবরোধ কর্মসূচির সময় কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্রদল ও কৃষকদলের দুই নেতা নিহত হন। এ ছাড়াও ১৫ পুলিশসহ অন্তত শতাধিক বিএনপির নেতাকর্মী আহত হন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর