Wednesday, January 15, 2025

মিসরের প্রাচীন সমাধিকক্ষে সাপের মন্ত্র!

আন্তর্জাতিক ডেস্ক
মিসরে মাটির ৫০ ফুট নিচে পাওয়া গেছে এক প্রাচীন সমাধিকক্ষ। ঘরটিতে আছে পবিত্র লিপি ও ছবি খোদাই, নানা দেব-দেবীর ছবি এবং সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার ‘জাদুমন্ত্র’। সমাধিকক্ষটি পাওয়া গেছে গিজা গভর্নরেটে অবস্থিত প্রত্নতাত্ত্বিক স্থান আবুসিরে। এই আবুসিরে রয়েছে প্রাচীন চার সম্রাটের সমাধি হিসেবে ব্যবহৃত পিরামিডের ধ্বংসাবশেষ।

অলংকৃত সমাধিকক্ষটি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মাঝামাঝি সময়ের। সেখানে উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজকীয় লেখক তোতেমহাতের মৃতদেহ সমাহিত করা হয়েছিল। কৌতূহলের বিষয় হচ্ছে, সমাধিটিতে এমন কিছু লিপি খোদাই করা আছে, যা দৃশ্যত সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার মন্ত্র। প্রাচীন মিসরের ২৬ ও ২৭তম রাজবংশের অভিজাত কর্মকর্তা ও সামরিক নেতাদের সঙ্গে যুক্ত একটি এলাকায় পাওয়া গেছে সমাধিকক্ষটি।

 

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সেখানে চিরনিদ্রায় শায়িত ব্যক্তির মৃত্যুর কারণ সাপের দংশন হয়ে থাকতে পারে।

প্রাগের চার্লস ইউনিভার্সিটির অধিভুক্ত চেক ইনস্টিটিউট অব ইজিপ্টোলজি এই আবিষ্কারের কথা ঘোষণা করেছে। গিজা ও সাক্কারার মধ্যে অবস্থিত প্রাচীন পিরামিড কমপ্লেক্সটিতে খননের পর এ কথা জানায় প্রতিষ্ঠানটি। কক্ষের সমাধি রাখার বাক্সটির গায়ে প্রাচীন মিসরীয় দেবী আইসিস, নেফথিস ও ‘পশ্চিমের দেবী’ ইমেনতেতের চিত্র রয়েছে।

তখনকার মিসরীয়দের বিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তিদের সুরক্ষায় তাদের ভূমিকাই এতে ফুটে উঠেছে। প্রাচীন পবিত্র লিপির বিশেষজ্ঞ জিরি জানাক এক সংবাদ সম্মেলনে বলেন, পশ্চিমের দেবী ইমেনতেত মৃত ব্যক্তিদের অভিভাবক হিসেবে কাজ করেন। তিনি মায়ের আলিঙ্গনের প্রতীক। সূত্র : স্পুটনিক

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর