ফারহানা নীলা
আমলকি বনে সন্ধ্যা নামে যেন আঁধারে অবগুণ্ঠন খোলে রাতের কুহক
নিবিড় জড়তা পায়ে এগিয়ে এসেছে ভাঙনের স্রোতে হারানো পায়েল
খুঁজে নেব সোনালি ডানার দিন; রম্নপালি চাঁদের বন্যা
রোদ উঁকি দেয় উচ্ছেদ উচ্ছ্বাসে
কতটা পথের পর ফিরে আসি
খোলা দরজার কাছে
জং ধরা হুড়কো খুলে হারিয়েছি কালোজাম আঁধারের গায়ে
কেউ কি ডেকেছে?
করম্নণ মিনতি শুনি; অšত্মরা সঞ্চারি ভুল হয়
তবু গাই গানের মুখটা বিদায়ের নিঃসীমতা বাজে পায়েলের তালে রিনিকঝিনিক
সুরে
আকণ্ঠ ভোজনে ঠাসা উদরে বিষের তরলের সব
আমার ভেতরে গজিয়েছে একটা বিশাল পাইনের বন
ওখানে মহিষ কালো রঙের বুভুক্ষু সময়ের অতলাšত্ম সরিয়ে উড়েছে সেই পাখি
যার নাম জানি না; অচেনা
ডানায় উড়িয়ে দেয় মেঘের সাম্রাজ্য; গুঁড়িয়ে দিয়েছে বাঁধ
এবার কোথায় যাব?
বিচ্ছিরি হাসছে কটুগন্ধী রাত
পথ জুড়েছে আলকাতরা; তাতানো তাপের মাঝে একটা তিতির অসহায় অন্ধকারে ডানা ঝাপটায় Ñডানা ঝাপটায়
রাতের পেয়ালা ভরে নৈঋতের ডাকে; শূন্যতা ঝুলছে
উদ্দেশ্যহীন চরাটে