Wednesday, January 15, 2025

ইচ্ছে করে

স্বরূপ

এখন মাঝে মাঝে সবকিছু ফিরিয়ে দিতে ইচ্ছে করে
ঠিক যেভাবে সমুদ্র ফিরিয়ে দেয় সব
যেভাবে জীবন ফিরিয়ে দেয় চেনা অতীত
রাত্রি ফিরিয়ে দেয় নীরবতা
কবিতা ফিরিয়ে দেয় সহস্র কথকতা
নির্জন আলাপ।

এখন মাঝে মাঝে সবকিছু ফিরিয়ে দিতে ইচ্ছে করে
মনে হয় যার যা কিছু আছে আমার কাছে
ভালোবাসা, ঘৃণা, মান-অভিমান কিংবা সেসব অবান্তর স্মৃতি
সব ফিরিয়ে দিই,
সবার সবকিছু ফিরিয়ে দেওয়ার পর
দেখতে চাই কতোটা মনখারাপ পড়ে থাকে
কতোটা পড়ে থাকে ঘুমহীন রাত, আর
কতোটা ভালোবাসা অবশিষ্ট থাকে
নেশাতুর বুকের পাজরে।

কতোটা বৃষ্টি হলে মেঘে মেঘে
আবার শ্রাবণ।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর