স্বরূপ
এখন মাঝে মাঝে সবকিছু ফিরিয়ে দিতে ইচ্ছে করে
ঠিক যেভাবে সমুদ্র ফিরিয়ে দেয় সব
যেভাবে জীবন ফিরিয়ে দেয় চেনা অতীত
রাত্রি ফিরিয়ে দেয় নীরবতা
কবিতা ফিরিয়ে দেয় সহস্র কথকতা
নির্জন আলাপ।
এখন মাঝে মাঝে সবকিছু ফিরিয়ে দিতে ইচ্ছে করে
মনে হয় যার যা কিছু আছে আমার কাছে
ভালোবাসা, ঘৃণা, মান-অভিমান কিংবা সেসব অবান্তর স্মৃতি
সব ফিরিয়ে দিই,
সবার সবকিছু ফিরিয়ে দেওয়ার পর
দেখতে চাই কতোটা মনখারাপ পড়ে থাকে
কতোটা পড়ে থাকে ঘুমহীন রাত, আর
কতোটা ভালোবাসা অবশিষ্ট থাকে
নেশাতুর বুকের পাজরে।
কতোটা বৃষ্টি হলে মেঘে মেঘে
আবার শ্রাবণ।