Tuesday, May 7, 2024

পিটার হাস কোথায় গেছেন, অবগত সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

হঠাৎ করেই স্ত্রীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি কোথায় গেছেন এ নিয়ে নানারকম তথ্য ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ বলছেন তিনি শ্রীলঙ্কার কলম্বো গেছেন, আবার কিছু গণমাধ্যম বলছে তিনি ওয়াশিংটন যাচ্ছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, পিটার হাস কোথায় গেছেন, সরকার সেটি জানে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেহেলী সাবরিন বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না।

তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা কোনো স্টেশন ত্যাগ করলে জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান।

এদিকে কী কারণে হঠাৎ পিটার হাস ঢাকা ত্যাগ করছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন (১৫ নভেম্বর) সকালে নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে তিনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন কথা উল্লেখ করেন। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপরও জোর দেন মার্কিন এই রাষ্ট্রদূত।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর