Friday, January 3, 2025

আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চতুর্থ ধাপে সারাদেশের আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০২১ সালে মুজিববর্ষ উপলক্ষে প্রথম ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করি। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় পর্যায়ে ৫০টি এবং মার্চে তৃতীয় পর্যায়ে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছিলাম। আজকে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করছি। এই মডেল মসজিদগুলো আমরা করছি এ জন্য যে, ইসলামের সঠিক চর্চাটা যেন হয়। ইসলাম ধর্মের মর্মবাণীটা যেন মানুষ সঠিকভাবে জানতে, বুঝতে এবং গ্রহণ করতে পারে।

এর আগে, তিন ধাপে সারাদেশে ৫০টি করে মোট ১৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। প্রকল্পের মোট ব্যয় ৯ হাজার ৪৩৫ কোটি টাকা।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর