জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২—২৩ শিক্ষাবর্ষে (৫২ ব্যাচ) ভর্তিকৃত স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু হচ্ছে আগামী ৩০ নভেম্বর। এসময় সকল বিভাগ ও ইনস্টিটিউট এর ক্লাস চললেও কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘বিশ^বিদ্যালয় প্রশাসন গণরুম সংস্কৃতি থেকে বেরিয়ে পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিতের লক্ষ্যে এগুচ্ছে। তবে আউটসোর্সিংয়ের মাধ্যমে হলে জনবল নিয়োগ প্রক্রিয়া বিলম্ব হওয়ায় নবনির্মিত হল চালু করা সম্ভব হয়নি। তাই শিক্ষার্থীদেরকে যেন গণরুমে উঠাতে না হয় সেজন্য সাময়িকভাবে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে।’
এদিকে অনলাইনে ক্লাস শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবিষয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কণোজ কান্তি রায় বলেন, সারাবিশে^ এখন কোন আকাল পড়ে নাই বা কোন মহামারী ও চলছে না, তাহলে অনলাইনে ক্লাস কেন করতে হবে। ক্লাসরুম সংকট নিরসনের জন্য গাছ কেটে অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ভবন নির্মাণ করেছে, হলে তৈরি করেছে, সে হলগুলো চালু করতে না পারায় এখনো ক্লাস শুরু করতে পারে নি। এই ব্যর্থতার দায় প্রশাসনকেই নিতে হবে। আমরা চাই, সামনে যে ৫২ ব্যাচের শিক্ষার্থীদের যে ক্লাস শুরু হবে সেটি যেন তারা শ্রেণিকক্ষে বসে করতে পারে, অনলাইনে নয়।
এর আগে, চলতি বছরের ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত ২০২২—২৩ শিক্ষাবর্ষের (৫২ ব্যাচ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ পাঁচ মাস পেরিয়ে গেলেও আবাসন সংকট সহ বিভিন্ন কারণে সশরীরে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।