তথ্যপ্রযুক্তি ডেস্ক
তারকাদের ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা বেড়েই চলেছে। এই নিয়ে তাদের রীতিমতো উদ্বেগ বাড়ছে।
এই ঘটনা যেকোনো সাধারণ ব্যক্তির সঙ্গে ঘটতে পারে। তখন কী করবেন কীভাবে চিহ্নিত করবেন জেনে নিন।
আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের মাধ্যমে এই ভিডিওগুলি তৈরি করা হচ্ছে। ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্টের অপব্যহার করে যে কারোরই ছবিকেই এইভাবে বিকৃত করার যায়।
ডিপফেক কী?
ডিপফেক হল আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের একটি কৌশল। যেখানে কম্পিউটারের একটি ক্লিকেই এক ব্যক্তির মুখের জায়গায় আরেক ব্যক্তির মুখ বসানো যায়। এতটাই কৌশলে সেই ভিডিও তৈরি করা হয় যে আসল নকল চিহ্নিত করা আপাত দৃষ্টিতে কঠিন। কিন্তু তারপরেও ডিপফেক ভিডিও চিহ্নিত করা সম্ভব।
গবেষকরা জানিয়েছেন, ভুয়া ভিডিও তৈরি হলে সবসময় ব্যক্তির মুখের প্রতিক্রিয়া বা অভিব্যক্তি একেবারেই অন্যরকম হয়। অনেক সময় ব্যক্তির মুখের সঙ্গে দেহের চেহারার কোনো মিল থাকে না।
ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা ভিডিওতে যে ব্যক্তি কথা বলছেন তার সঙ্গে লিপ মিলছে না।
এই ধরনের ভুয়া ভিডিও থেকে নিজেকে বাঁচাতে হলে অনলাইনে যতটা কম সম্ভব নিজের তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। অনলাইনে নিজের ফটো এবং ভিডিও বেশি শেয়ার করবেন না। সেই সঙ্গে ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল পাবলিক না করে প্রাইভেট করে রাখাই ভাল।