Friday, February 28, 2025

চট্টগ্রামে হেলে পড়েছে ৬ তলা ভবন

চট্টগ্রামের বায়েজিদ রৌফাবাদে একটি ৬ তলা ভবন হেলে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ভবনটি হেলে পড়ে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে জানিয়ে তিনি বলেন, সন্ধ্যায় বায়েজিদ রৌফাবাদে একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে দ্রুত সেখানে ৩টি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ভবনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। স্থানীয় থানার সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে।

রোজিনা আক্তার বলেন, খোরশেদ ম্যানসন নামের ভবনটি হেলে পড়ে পাশের ভবনের সঙ্গে ঠেকেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা ভবনটিসহ আশপাশের ভবনের লোকজনকে নিরাপদে সরিয়ে দিয়েছি।

হেলে পড়া ভবনটির পাশে নালা খননের কাজ চলছে। এ কারণে ভবনটি হেলে পড়েছে বলে ধারণা করছেন বাসিন্দারা।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর