ইসারেয়েল-হামাসের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পঞ্চম দিনে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩০ ফিলিস্তিনি বন্দি। বিনিময়ে ১২ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
বুধবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সঙবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, বুধবার ভোরে হামাসের হাতে জিম্মি হওয়া আরও ১২ জন ইসরায়েলি ভূখণ্ডে ফিরে এসেছে। তাদের মধ্যে ১০ জন ইসরায়েলি এবং দুজন থাই নাগরিক।
এদিকে ইসরায়েলি কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ১৫ জন নারী ও ১৫ জন নাবালক রয়েছেন বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
প্রসঙ্গত, শুক্রবার যুদ্ধে বিরতি শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ইসরায়েল ১৮০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এবং হামাস ৮১ জিম্মিকে মুক্তি দিয়েছে।
গত ২৪ নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চারদিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরে সেটি আরও দুদিন বাড়ানো হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান মধ্যস্থতার অংশ হিসেবে গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি অতিরিক্ত দু’দিনের জন্য বাড়ানোর একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, দুইদিনে ১০ জন করে মোট ২০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। এর বিনিময়ে দু’দিনে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ৬০ ফিলিস্তিনি মুক্তি পাবেন।
উল্লেখ্য, গত বুধবার অবরুদ্ধ গাজা উপত্যকায় দেড় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রথমবারের মতো সমঝোতায় যেতে রাজি হয় ইসরায়েল ও হামাস। কাতারের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি ও বন্দি মুক্তিতে সম্মত হয় দুপক্ষ।