দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়ানো হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আয়কর রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর শেষ হলেও ব্যক্তি পর্যায়ে এই সময়সীমা দুই মাস বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের ক্ষেত্রে রিটার্ন দাখিলের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।