দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে এক জেলা প্রশাসক (ডিসি) ও উপসচিবকে বদলি করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। আর ময়মনসিংহের ডিসি মো. মোস্তাফিজুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগে উপসচিব করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ময়মনসিংহ ও সুনামগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর সেই আদেশ প্রতিপালন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।