Wednesday, January 15, 2025

শীতে জুতা পরলে মোজায় গন্ধ! জানুন ঘরোয়া সমাধান

অনেকেরই শীতে জুতা পরলে মোজায় গন্ধ হয়। ফলে আশপাশের লোকের বিরক্তি প্রকাশের পাশাপাশি নিজেকেও পড়তে হয় অস্বস্তিকর পরিবেশে। বিশেষ করে জুতা খুলতে গেলেই বিপত্তি। লজ্জিত হওয়ার ভয়ে শীতেও অনেকে মোজা পড়েন না। তাই ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে কিছু ঘরোয়া টিপস। যা আপনাকে এ সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে।

১) মূলত পা ঘেমে যাওয়ার ফলে মোজায় গন্ধ হয়। তাই সবার আগে পায়ের যত্ন নিন। প্রতিদিন রাতে কুসুম গরম পানিতে লবন মিশিয়ে পা ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

২) প্রতিদিন পরিহিত মোজা ভাল করে ধুয়ে নিন। পারলে পানিতে এন্টিসেপ্টিক ব্যবহার করুন। কিংবা একাধিক মোজা কিনে মাঝে মধ্যে বদলে নিন। দেখবেন এতে সমস্যা দূর হবে।

৩) অনেকেই দুর্গন্ধ দূর করে মোজায় পারফিউম স্প্রে করেন। ভুলেও এ কাজ করবেন না। এতে সমস্যা আরও বাড়তে পারে।

৪) মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে নিন। একটু বেকিং সোডা হাতে নিয়ে ভালো করে পায়ে ঘষে নিন। দেখবেন এতে সমস্যা দূর হবে।

৫) বাড়িতে ফিরে জুতার মধ্যে কিছুটা পরিমাণ কাগজ ঢুকিয়ে রাখুন। এতে জুতোর মধ্যে হওয়া দুর্গন্ধ দূর হবে।

৬) সপ্তাহে একবার জুতা রোদে দিন। এতে জুতাও ভালো থাকবে দুর্গন্ধও হবে না। প্রয়োজনে জুতার মধ্যে ন্যাপথোলিন রাখতে পারেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর