Tuesday, February 4, 2025

খিলগাঁওয়ে ব্যাংকের স্টাফ বাসে আগুন

রাজধানীর খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ (বিআরটিসি) বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে তালতলা এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে আটটার দিকে আমাদের কাছে খবর আসে, খিলগাঁও তালতলায় দুর্বৃত্তরা (বিআরটিসি) অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে। ওই খবরে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকাল ৬টা থেকে বিএনপি ও এর সমমনাদের দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর