Tuesday, February 4, 2025

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন- এটিই মূল বিষয়

চারদিক ডেস্ক:
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আর এটিই আমাদের চলমান নীতি। বাংলাদেশের সরকারের সাথে আমাদের সম্পৃক্ততার এটিই মূল বিষয়। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনাকে [ম্যাথু মিলার[ অসংখ্য ধন্যবাদ- আমার দুটি প্রশ্ন আছে। একটি হলো, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ২০২২ সালের সন্ত্রাসবাদবিষয়ক প্রতিবেদন নিয়ে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সহায়তায়, বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। এরমাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসবাদ কমে গেছে। কিন্তু এখন শঙ্কা ওঠছে যে বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে যে সহিংসতা হচ্ছে- এতে করে সেখানে উগ্রবাদী গ্রুপগুলোর পুনরুত্থানের শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে আপনার মতামত কি? এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে কাজ করার পরিকল্পনা নিয়ে আপনি কি কিছু বলতে পারবেন?’

এই প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই, এবং এটিই আমাদের চলমান নীতি। বাংলাদেশ সরকারের সাথে আমাদের সম্পৃক্ততার ক্ষেত্রে এটিই আমাদের মূল বিষয় হিসেবে রয়েছে।’

এ সময় সাংবাদিক আবার প্রশ্ন করেন : ‘এটা তা নয়, এটা সন্ত্রাসবিষয়ক- সন্ত্রাসবাদের উত্থান নিয়ে, নির্বাচন নিয়ে নয়।’

জবাবে মিলার বলেন, ‘আমি বুঝতে পেরেছি। আমরা গতকাল কিংবা কয়েক দিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছি। ওই প্রতিবেদনে যা আছে, তার চেয়ে বেশি কোনো কিছু বলার নেই আমার।’

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর