গাজীপুরে রেললাইন কেটে ফেলার ঘটনা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীতে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা করতেই গাজীপুরে রেললাইন কেটেছে ষড়যন্ত্রকারীরা। গাজীপুরে রেললাইন কাটায় ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।’
বিএনপি নির্বাচনে না গিয়ে দেশে আবারও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ‘তারা নির্বাচনকে বানচাল করতে বাসে আগুন দিচ্ছে।’
‘আগামী নির্বাচন সফল করতে হবে, শান্তিপূর্ণ করতে হবে, ব্যাপক ভোটারের উপস্থিতি করতে হবে’ মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের মানুষকে ভয়ভীতির মধ্যে রাখতে বিএনপি ও তার দোসররা চক্রান্ত করছে। তারা যতই ষড়যন্ত্র করুক, মানুষ নির্বাচনমুখী। গ্রামগঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিস্থিতির মধ্যে রয়েছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘জাতীয় পার্টি জোটে থাকতে চায়, নির্বাচন করতে চায়। তারা বলেনি সরে যাবে। শঙ্কা, আশঙ্কা থাকতে পারে। ১৭ তারিখ সব পরিষ্কার হয়ে যাবে। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখানে নতুন অভিজ্ঞতা এসেছে, বাস্তবতার মুখোমুখি হওয়ার। গণতন্ত্রে এটা আরেকটা নতুন অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা কাজে লাগাতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এনিয়ে অস্থিরতার কোনো কারণ নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ার কোনো সুযোগ আমরা রাখি নাই। স্বতন্ত্র প্রার্থীরা আছে। অন্যান্য দলও আছে। এবারের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার এলাকায় চারজন, আমার এলাকায় চারজন। সবার এলাকায় আছে। এনিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র আরও পারফেক্ট হবে, পরিপূর্ণতা পাবে। জোট নিয়ে নানা গুঞ্জন, শঙ্কা ও গুজব আছে। তবে এসব বিষয় মাথায় রেখে আওয়ামী লীগ সতর্ক আছে। গুজবে, গুঞ্জনে আওয়ামী লীগ বিচলিত হবে না। আওয়ামী লীগ জেনেশুনে চ্যালেঞ্জ নিয়েছে। সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন প্রমুখ।